ঈশ্বরগঞ্জ ইউএনওর ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি
- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:৫৭
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) দুপুরে ইউএনও মো: এরশাদুল আহমেদ নিজেই অফিশিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক আইডিটা হ্যাক করে ১৫ হাজার টাকা দাবি করে বিভিন্ন লোকজনের কাছে ম্যাসেঞ্জারে বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি অবগত হওয়ার পর অফিশিয়াল ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে। সকলকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা