জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন
- ময়মনসিংহ অফিস
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:১০
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মো: আবুল কাশেম মন্ডল ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
তার গবেষণার শিরোনাম ছিল ‘শিশুর মানস গঠনে সামাজিক পরিবেশের প্রভাব : ইসলামী দৃষ্টিকোণ’ (The Effect of Social Environmental on the Formation Mentalitz of Child : An Overview Through Islam)। রেজিঃ নং ডি-১৮০১০৫০০২।
তত্ত্বাবধায়ক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল অদুদ।
গত ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৭২তম সভার ২ নম্বর আলোচ্য বিষয় ও গৃহীত সিদ্ধান্ত ২ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৯তম সভায় এটি অনুমোদিত হয়।
তিনি ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ইসলামি বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) থেকে ২০১৭ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন এবং ২০০২ সালে ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসা থেকে কামিল (হাদিস) পাশ করেন। ২০১০ সালে অনার্স, ২০১১ সালে মাস্টার্স ও ১৯৮২ সালে পবিত্র কোরআন শরীফ-এর হেফজ সমাপ্ত করেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং মা-বাবা, ভাই, বোন, শিক্ষক/শিক্ষিকাসহ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান ও সবার দোয়া প্রার্থী।
তিনি ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের মরহুম ইব্রাহিম মণ্ডলের ছেলে। সাত ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা