আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ
ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার মানববন্ধন- ময়মনসিংহ অফিস
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০২
ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে অন্যান্য বিভাগের মতো আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসেবে স্বীকৃতি প্রদানসহ কয়েকটি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্রীড়ামোদীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠে এ মানববন্ধন কর্মসূচি করা হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক এ কে এম মাহবুবুল আলম, বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানসহ রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও ক্রীড়া সংগঠকরা।
বক্তারা জাতীয় ক্রিকেট লীগ, বয়সভিত্তিক সকল লীগ, টুর্নামেন্ট ও প্রোগ্রামে অন্তর্ভূক্তকরণসহ বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও কাউন্সিলর এবং সংশোধিত গঠনতন্ত্রে ময়মনসিংহ আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা হতে পরিচালক পদ সৃষ্টির দাবি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা