১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রা‌কি‌বের স্ত্রীর কোলজুড়ে এলো ফুটফুটে শিশু

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শ‌হীদ নু‌রে আলম সিদ্দিকী রা‌কিবের স্ত্রী সা‌দিয়া খাতুনের কোল আলোকিত করে জন্ম নেয়া মেয়ে শিশু। ১৯ জানুয়ারি-রোববার। - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শ‌হীদ নু‌রে আলম সিদ্দিকী রা‌কিবের স্ত্রী সা‌দিয়া খাতুনের কোল আলোকিত করে ফুটফুটে একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে।

রোবাবার (১৯ জানুয়া‌রি) ‌ভোর রা‌তে ময়মন‌সিংহ শহরের বেসরকারি একটি প্রাইভেট হাসপাতালে ওই শিশুর জন্ম হয়। নবজাতকের আগমনে শহীদ পরিবারে আনন্দের পরিবর্তে এখন বিষাদের ছায়া। কারণ শহীদ রাকিব দেখে যেতে পারলেন না তার সন্তানকে।

গত ২০ জুলাই উপ‌জেলার কলতাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পু‌লি‌শের গুলিতে নু‌রে আলম সিদ্দিকী রা‌কিব নিহত হন। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও মধ্যপাড়া গ্রামের আবদুল হালিমের ছেলে নু‌রে আলম সি‌দ্দিকী রা‌কিব। তি‌নি হিফজ বিভাগ শেষ করে ঈশ্বরগঞ্জের ভাসা মাদরাসায় পড়ছিলেন। একই সাথে নিজেদের বাড়িতে তা’লিমুল কোরআন মহিলা মাদরাসা নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষকতা করছিলেন।

নিহত রা‌কি‌বের স্ত্রী সা‌দিয়ার ভাই শামীম জানান, তার বোন সন্তানসম্ভবা ছিলেন। রা‌কি‌বের মৃত্যুর পর রোববার ভোর রাত সা‌ড়ে ৩টার দি‌কে ঘর আলোকিত করে মেয়ে সন্তানের জন্ম হয়। আফসোস রা‌কিব তার মেয়েকে দেখে যেতে পারলেন না। তার সন্তানও কোনোদিন বাবাকে দেখতে পারবে না। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন। সবার কাছে শহীদ রাকি‌বের সন্তান, তার মা ও পরিবারের জন্য দোয়া চান তিনি।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পথচলায় সমর্থন জানিয়েছে : মার্কিন রাষ্ট্রদূত রেলওয়ের পরিচালনা ক্ষমতা বাড়াতে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া চুক্তি স্বাক্ষর বিজয়ের সেঞ্চুরিও জেতাতে পারেনি রাজশাহীকে নরসিংদীর শিবপুরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ ঢাকা-মস্কো সম্পর্ক আরো জোরদারে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত বাড়ির ফিরছে ফিলিস্তিনিরা, ঢুকছে ত্রাণের ট্রাক বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক ফতুল্লায় পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ২ গার্মেন্টস ভাঙচুর দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো গণতন্ত্রের হয়নি : গয়েশ্বর রায়

সকল