পূর্বধলায় ট্রাকের ধাক্কায় নিহত আহত ১
- পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
- ১২ জানুয়ারি ২০২৫, ১৬:৩২
নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের ধাক্কায় ফেরদৌস আহম্মেদ (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং এ ঘটনায় তার মেয়ে ফাতিন (২০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত ৩টায় উপজেলার নারায়নডহর দারুল উলুম নোমানিয়া নওমুসলিম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের সরকার বাড়ির মরহুম মিরাশ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস আহমেদ তার মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে নেত্রকোনা থেকে পূর্বধলাগামী একটি বালুর ট্রাক (চট্টগ্রাম মেট্রো-১১-৫২৫৬) পেছন দিক থেকে বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এতে ফেরদৌস আহম্মেদ মারাত্বক আহত হলে স্থানীয়রা তাকে ও তার মেয়েকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে রোববার ভোর ৫টায় তার মৃত্যু হয়।
মেয়ে ফাতিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। লাশ বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকচালক মো: সাবিক মিয়াকে (২২) আটক করে থানায় নিয়ে যায়। আটক ট্রাকচালক নেত্রকোনার জেলার দূর্গাপুর উপজেলার চর মুক্তারপাড়া গ্রামের মমিন মিয়ার ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।