০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

- ছবি - নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহমেদ।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন অসংগতি ও সংকট তুলে ধরেন সাংবাদিকরা। নির্বাহী অফিসার উপস্থাপিত অসংগতি ও সংকটগুলো নোট করে নেন এবং এসব সমাধানের চেষ্টা করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

এসময় ওঠে আসে অনলাইন জুয়া, মাদক, অবৈধ বালু উত্তোলন, কিশোরগ্যাঙ সমস্যার সমাধান, চাঁদাবাজি বন্ধসহ পৌরসদরের ভেতরে যানজট নিরসন, বর্জ্য নিষ্কাশনে ডাম্পিং স্টেশন স্থাপন, ভঙ্গুর ও সরু রাস্তাগুলো সংস্কারসহ নানাবিধ সমস্যা।

ওই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেন, অফিসার ইনচার্জ মো: ওবায়দুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি আবুল কালাম, নীল কণ্ঠ আইচ মজুমদার, ফেরদৌস কোরাইশী টিটু, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের কোশাধ্যক্ষ রুহুল আমিন রিপনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।


আরো সংবাদ



premium cement