০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

জামালপুরে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে মারা যাওয়া তিন শিক্ষার্থী - ছবি : নয়া দিগন্ত

জামালপুরে ব্রহ্মপুত্র নদের চরে ফুটবল খেলতে গিয়ে নদের পানিতে ডুবে তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ব্রহ্মপুত্র নদের ছনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর শহরের ছনকান্দা এলাকার কয়েকজন সহপাঠি মিলে পাশের ব্রহ্মপুত্র নদের চরে ফুটবল খেলতে যান। এ সময় বলটি নদের পানিতে পড়ে গেলে বল আনতে গিয়ে একজন পানিতে ঝাঁপ দিয়ে ডুবে যান। এ সময় তাকে বাঁচাতে আরো দু’জন পানিতে নেমে নিখোঁজ হন।

পরে খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।

তারা হলেন জামালপুর পৌর এলাকার ছনকান্দা গ্রামের আহমেদুর রহমানের ছেলে আফিফ আহমেদ (১৪) জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র, তপন আহমেদের ছেলে ইয়ামিন আহমেদ রাহী (১৬) দশম শ্রেণি ছাত্র এবং হাফিজুর রহমানের ছেলে রওশন আহমেদ (১৬) ঢাকার একটি স্কুলে দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

মৃতের স্বজনরা জানান, স্কুলের ছুটিতে বিভিন্ন বাড়িতে বেড়াতে আসে রওশন আহমেদ রুশান। দুপুরে দুই মামাতো ভাইসহ স্থানীয় ছেলেদের সাথে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে গিয়ে এ ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করেছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠনসহ মৃতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।


আরো সংবাদ



premium cement