ভালুকায় মহিলা মাদরাসা ও দোকানে আগুন
- আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৯
ময়মনসিংহের ভালুকায় অগুনে একটি মহিলা মাদরাসার দু’টি টিনের ঘর এবং রড, সিমেন্ট ও প্লাস্টিক পণ্যের আরো দু’টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার গাদুমিয়া মসজিদ মার্কেটে এ অগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাদুমিয়া মসজিদ মার্কেটের মেসার্স জামান ট্রেডার্সে প্রথমে আগুন লাগে। এ সময় ঘরে বিক্রির জন্য খোলা পেট্রল থাকায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এমনকি পাশে থাকা জান্নাতুল আকফাল নামে একটি মহিলা মাদরাসার দু’টি রুম পুড়ে যায়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই দোকান মালিক আবুল কাশেম জানান, তার একটি দোকানে প্লাস্টিকের পণ্য ও অপর দোকানে রড সিমেন্টসহ অন্যান্য পণ্য ছিল। আগুনে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, তাদের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের গোলযোগের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা