সরিষাবাড়িতে বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন
- সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা
- ২৪ নভেম্বর ২০২৪, ১৫:৪২
জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া আলহাজ জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে কারখানার শ্রমিকরা।
রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার দিগপাইত-ভুয়াপুর প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলহাজ জুট মিল শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘১৯৬৭ সালে পৌর এলাকার মাইজবাড়ী এলাকায় স্থাপিত হয় আলহাজ জুটমিল। এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি হতো। কারখানায় তিন হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিলেন। এতে দিনে প্রায় ১৫ টন পণ্য উৎপাদন হতো। হঠাৎ ২০১৮ সালের ২০ জুলাই প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ে কারখানার শ্রমিকরা।’
এ সময় বক্তারা আলহাজ জুটমিলসহ সব শিল্প কারখানা পুনরায় চালুর দাবি জানান।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, সাবেক কমিশনার হেলাল, বিএনপি নেতা মগবুল হোসেন, যুবদল নেতা দুলাল হোসাইন ও উজ্জল সরকার প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা