২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় সাবেক এমপি ছাত্তারসহ ৬৫ জন

আব্দুস ছাত্তার - ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক এমপি আব্দুস ছাত্তারসহ ৬৫ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযোগ দেয়া হয়েছে। ইমাম উদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা ওই অভিযোগটি দায়ের করেছেন।

তালিকার এক নম্বরে রয়েছেন ঈশ্বরগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি আব্দুস ছাত্তারের নাম।

অভিযোগকারী মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিন জানান, এ উপজেলায় সাবেক এমপি আব্দুস ছাত্তারসহ প্রায় ৬৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা আছেন। তারা রাষ্ট্রের সাথে প্রতারণা করে ভুয়া কাগজপত্র দিয়ে এবং রাজনৈতিক প্রভাব কাটিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মাধ্যমে গেজেটভুক্ত হয়ে ভাতাসহ সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। এতে সাধারণ মানুষদের কাছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা অপচয় হচ্ছে। সর্বশেষ ২০১৭ সালে যাচাই-বাছায়ে তারা কেউ ‘খ’ তালিকাভুক্ত আবার কেউ ‘গ’ তালিকাভুক্ত। তাদের বিরুদ্ধে বহুবার অভিযোগ দেয়া সত্ত্বেও জামুকা ও মন্ত্রণালয়ের অসাধু কর্মচারীদের সংযোগিতায় পার পেয়ে যায় তারা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত একটি চিঠিতে অভিযোগের বিষয়টি সরেজমিনে উপজেলা নির্বাহী অফিসার স্বয়ং তদন্ত করে তদন্ত প্রতিবেদন আগামী ১৫ কর্মদিবসের মধ্যে দেয়ার জন্য নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইনকে যাচাই বাছাইয়ের দায়িত্ব দেন। তিনি সোমবার (১১ নভেম্বর) অভিযুক্তদের বক্তব্য গ্রহণ করেন।

বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, ৬৫ জনের একটি তালিকা তিনি পেয়েছেন। তালিকাটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এতে কেউ ভুয়া হিসেবে চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হবে।


আরো সংবাদ



premium cement
সশস্ত্র বাহিনী বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে : অধ্যাপক ইউনূস কুবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা হলের নাম পরিবর্তন ব্যাংক খাত সংস্কারে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সোমবার ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর ব্রাজিল সফরকালে ইউক্রেনে শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শি’র রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে টিসিবির পুরনো তালিকা, সাধারণ মানুষের ক্ষোভ যুক্তরাজ্যের প্রায় আড়াই শ’ ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করছে : এইচএসবিসি আবারো বাড়ল স্বর্ণের দাম

সকল