১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামালপুরে যুবলীগ ও আ’লীগ নেতাসহ গ্রেফতার ৫

জামালপুরে যুবলীগ ও আ’লীগ নেতাসহ গ্রেফতার ৫ - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের ইসলামপুরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ইসলামপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাইফুল ইসলাম বাবুসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, উপজেলার কুলকান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপির সদস্য রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগকর্মী বদিউজ্জামান বদি, পৌর যুবলীগের সদস্য মামুনুর রহমান এবং চরগোয়ালিনী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী সভাপতি শফিকুল ইসলামকে নাশকতার অভিযোগে করা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

দুপুরে ইসলামপুর পৌর শহরের বটতলা চত্বর থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে আটক করে বলে জানায় পুলিশ।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, ‘গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদেরকে মারধরের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোটো ভাই ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় ভিপি সাইফুল ইসলাম বাবুকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য চারজনকেও একই মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল্লাহ সাইফ বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলা ও মারধরের অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অন্য চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশটির পরিচয় শনাক্ত কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্টের রায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ উদ্ধার জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা খুলনায় স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার সিলেটে দোকানে রেফ্রিজারেটর বিস্ফোরণে দগ্ধ ৭ আন্দোলনকারীদের স্বপ্ন বাস্তবায়নের দাবি আহত স্বাধীনের চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট চলছে লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, ৬ ইসরাইলি সৈন্য নিহত

সকল