২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাংবাদিক ফজলুল হক ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

- ছবি : নয়া দিগন্ত

নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নান্দাইল প্রেসক্লাবের চারবারের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মরহুম ফজলুল হক ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্মরণ সভায় সভাপতিত্ব করেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লিটন।

নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু মিয়ার সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিজিটাল প্রেসক্লাবের সহ-সভাপতি হাফেজ মিজানুর রহমান।

স্মরণ সভায় বক্তব্য দেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা বাবু পল্লব রায়, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরায়েজী, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি সেলিম ভূঁইয়া, ঘোষপালা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল হাসান মো: এনামুল হক, ধুরুয়া ডি এস দাখিল মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, মরহুম ফজলুল হক ভূঁইয়ার ছেলে জিয়া ইবনে হক প্রমুখ।

সাংবাদিক মরহুম ফজলুল হক ভূঁইয়া ১৯৮৪ সালে ১ জানুয়ারি সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন ২০২২ সালের ২ নভেম্বর প্রেসক্লাবের সামনে স্ট্রোক করে মারা যান।

তিনি সামাজিক ও মানবিক কাজে তার জীবনের বেশিভাগ সময় উৎসর্গ করেন। এলাকায় জাতীয়তাবাদী কলম সৈনিক ও বিএনপি নেতা ছিলেন।

স্মরণ সভায় বক্তারা সাংবাদিক ফজলুল হক ভূঁইয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

সভা শেষে দোয়া পরিচালনা করেন ঘোষপালা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল হাসান মো: এনামুল হক।


আরো সংবাদ



premium cement