২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সরিষাবাড়ীতে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ীতে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার পিংনা বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

অভিযুক্তরা হলেন উপজেলার বলারদিয়া গ্রামের ওয়াজেদ আলী মেয়ে বৈশাখী খাতুন (২০), চর সরিষাবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবুল মিয়া (২২), চর পোগলদিঘা গ্রামের বাদল মিয়ার ছেলে রিফাত হাসান (১৮) ও রুদ্র বয়ড়া গ্রামের সুরুজ আলীর ছেলে রিফাত মিয়া (১৮)।

স্থানীয়রা জানান, ‘মঙ্গলবার বিকেলে পিংনা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা আদায় করছিলেন তারা। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে ঝালোর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যান। বিষয়টি জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদারকে জানানো হয়। তিনি সরিষাবাড়ী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের থানায় নিয়ে যায়।’

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ঝালোর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায় পুলিশ । স্থানীয়রা আটক করে অভিযুক্তদের পুলিশে সোপর্দ করেন।’

তিনি বলেন, ‘অভিযুক্তরা থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।’


আরো সংবাদ



premium cement