২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বকশীগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জে সারা দেশের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে বকশীগঞ্জ বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা যুবদলের সভাপতি বিপ্লব সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজান তালুকদার, মোতালেব সরকার, রফিকুল ইসলাম কারী, অ্যাডভোকেট মোকাম্মেল হক।

উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাহবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, বিএনপি নেতা নূর ইসলাম তোতা, আব্দুল হামিদ, রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement