ময়মনসিংহে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নিহত, আহত ৫
- রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)
- ২১ অক্টোবর ২০২৪, ১৬:১১
ময়মনসিংহের ড্রাম ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সাদিয়া আক্তার (২৫) নামের এক অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের সুতিয়াখালী ফুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাদিয়া আক্তার গফরগাঁও উপজেলার পৌর শহরের ইমামবাড়ি এলাকার মোহাম্মদ তামিমের স্ত্রী।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো: শফিক উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বার সাদিয়া আক্তার গফরগাঁও থেকে সিএনজিচালিত অটোরিকশায় সিজারিয়ান অপারেশন করার জন্য ময়মনসিংহ যাচ্ছিলেন। পথে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের শেষ মোড় এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদিয়ার মৃত্যু হয় এবং তার পাঁচ বছরের শিশু সন্তান ও স্বজন সিএনজিচালকসহ আরো চার থেকে পাঁচজন গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো: শফিক উদ্দিন আরো বলেন, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে এবং আহতরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা