গফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিন বিকল : ৩ ঘণ্টা পর চালু
- রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)
- ১৭ অক্টোবর ২০২৪, ১৬:২৫
ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন ময়মনসিংহের গফরগাঁওয়ে বিকল হয়েছে। ফলে দূর-দূরান্তের যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনাটি ঘটে।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন বেলা ১২টা ২৫ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে ২ নম্বর লাইনে এসে দাঁড়ায়। পরে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে গফরগাঁও রেলওয়ে স্টেশনের ২ নম্বর লাইনটি ব্লক হয়ে যায়। ১ নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ অন্য ট্রেন চলাচল করে। ফলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মহুয়া ট্রেন যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
তিনি আরো বলেন, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে তিন ঘণ্টার পর বেলা ৩টা ২৫ মিনিটের দিকে মহুয়া কমিউটার ট্রেনের বগি নিয়ে ময়মননিংহের দিকে রওনা দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা