বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করুন : প্রিন্স
- আনছারুল হক রাসেল, হালুয়াঘাট (ময়মনসিংহ)
- ১১ অক্টোবর ২০২৪, ২২:০৫
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করুন।
শুক্রবার (১১ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বন্যাকবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শুক্রবার সকালে ধারা বাজার থেকে ট্রলারযোগে ধারা ইউনিয়নের বন্যাকবলিত গড়পাড়া, বীরগুছিনা, আমতৈল ইউয়নের নাগলা বাজার, ধোপাগুছিনা, খন্ডল, সোয়ারীকান্দা, কোদালিয়া, ধুরাইল ইউনিয়নের ঝাউগড়া, ডোবারপাড়, চর গোরকপুর গ্রামে ত্রাণ বিতরণকালে বন্যার্ত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘর বাড়ি, জমির ফসল, ফিশারিজের মাছ হারিয়ে দিশেহারা। বাড়ি ঘরে পানি ওঠায় রান্না করার সুযোগ নাই। পানি প্লাবিত এলাকায় গবাদি পশু নিয়েও মানুষ বিপাকে রয়েছে।
তিনি সরকারের প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, এককভাবে রাজনৈতিক দল বা ব্যক্তি বা সংগঠনের পক্ষে লাখ লাখ ক্ষতিগ্রস্ত মানুষকে পর্যাপ্ত সহযোগিতা বা পুনর্বাসন সম্ভব নয়। সরকারকেই সমন্বিত উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত সকলের জন্য পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি নিতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা