০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬
`

দেশ সেরা পুরস্কার পাচ্ছে ত্রিশালের কানিহারী ইউনিয়ন পরিষদ

দেশ সেরা পুরস্কার পাচ্ছে ত্রিশালের কানিহারী ইউনিয়ন পরিষদ - সংগৃহীত

জন্ম নিবন্ধন ও সর্বোচ্চ মৃত্যু নিবন্ধন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দেশ সেরা পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের ত্রিশাল উপঝেলার কানিহারী ইউনিয়ন পরিষদ।

আগামী রোববার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কাকরাইল অডিটরিয়ামে আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতিস্বরূপ ছয়টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে।

শূন্য থেকে এক বছরের মধ্যে শতকরা হারে জন্ম নিবন্ধন ও সর্বোচ্চ মৃত্যু নিবন্ধন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আজিম উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ স্বীকৃতির তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করার জন্য জাতীয় পর্যায়ে দেশ সেরা শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদ।’

ইতোমধ্যে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে বলা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন, ‘যেকোনো পুরস্কার অত্যন্ত গর্বের ও আনন্দের। সত্যিই আমরা অনেক অনুপ্রাণিত। এ কাজের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একইসাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমসহ অন্য সকল সেবা যেন সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

তিনি বলেন, ‘ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় নিবন্ধন কার্যক্রমে আমি টিমলিডার হিসেবে কাজ করছি। মূলত এ কাজে শ্রম দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উদ্যোক্তারা। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি চাই ত্রিশাল উপজেলায় সব ধরনের কাজের মান আরো ভালো হোক। আমি তার ক্ষুদ্র চেষ্টা চালিয়ে যাচ্ছি।’


আরো সংবাদ



premium cement
রংপুরে মুক্তিযোদ্ধার নাতির ভুয়া পরিচয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় রুকনদের কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণ হতে হবে : ইজ্জতউল্লাহ তেঁতুলিয়ার দেবনগর থেকে অজগর সাপ উদ্ধার ফরিদপুরেও শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া নেয়ার সিদ্ধান্ত ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোঁর সাবেক মন্ত্রী মান্নান কারাগারে অসুস্থ : সিলেটে স্থানান্তর মামলা হলেই গ্রেফতার নয়, তদন্তে দোষী হলেই ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা মিরসরাইয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু আমাদের শিক্ষা ব্যবস্থা অপরিকল্পিত : শিক্ষা উপদেষ্টা ‘কুরআন-হাদিস আমাদেরকে বিশ্বজনীন বিধিব্যবস্থা দিয়েছে’ সাউথ পয়েন্ট স্কুলে কারাতে বেল্ট বিতরণ

সকল