০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বিয়ের পরিকল্পনা শাকিরা-পিকের!

বিয়ের পরিকল্পনা শাকিরা-পিকের! - ছবি : সংগৃহীত

এক দশকেরও বেশি সময়ের সম্পর্কে চিড় ধরেছে গত বছর। ২০২২ সালের মাঝামাঝি নাগাদ বিচ্ছেদ ঘোষণা করেন স্প্যানিশ পপ তারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে। নেপথ্যে, ফুটবল তারকার পরকীয়া। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে। ওই পরকীয়ার খবর প্রকাশ্যে চলে আসার পরেই বিপত্তির সূত্রপাত। খবর চাউর হওয়ার পরেই সমাজমাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন জনপ্রিয় যুগল। পিকের সাথে বিচ্ছেদের পর দীর্ঘ দিন অবসাদে ভুগেছেন শাকিরা। সাবেক প্রেমিকের উপর রাগ মেটাতে গানের কথাতে উগরে দিয়েছেন ক্ষোভ। তবে তার পরে নিজের জীবনে এগিয়েও গিয়েছেন শাকিরা। মাঝে হলিউড তারকা টম ক্রুজের সাথে তার সম্পর্কের জল্পনা শুরু হলেও তার পরে সেই জল্পনায় পানি ঢেলে এফওয়ান রেসার লুইস হ্যামিলটনের প্রেমে মজেছেন পপ তারকা। সাবেক প্রেমিকা নতুন পুরুষ খুঁজে পেতেই এবার উঠেপড়ে লেগেছেন পিকে। খবর, বর্তমান প্রেমিকা ক্লারা চিয়ার সাথে খুব শিগগিরই গাঁটছড়া বাঁধতে চলেছে ফুটবল তারকা।

সম্প্রতি একাধিক নামী দোকানে নাকি বাগ্‌দানের আংটি পছন্দ করতেও দেখা গিয়েছে পিকে ও ক্লারাকে। ফুটবল তারকার ঘনিষ্ঠ সূত্রের খবর, শাকিরার সাথে সম্পর্ক ভাঙার পর ফের সংসার করতে আগ্রহী পিকে। যদিও শাকিরার সাথে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকার পরেও বিয়ে করেননি তারা।

২০১১ সাল থেকে পিকের সাথে প্রেম কলম্বিয়ান তারকা শাকিরার। প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকে একসাথেই জীবনযাপন করেছেন যুগল। শাকিরা ও পিকের পরিবারে রয়েছে দুই সন্তানও। ২০২২ সালের মাঝামাঝি নাগাদ খবর পাওয়া যায়, পিকে নাকি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। বাড়িতে আচারের খালি শিশি দেখে সন্দেহ জেগেছিল শাকিরার মনে। তার পরই নাকি পিকের পিছনে গোয়েন্দা লাগান শাকিরা। তাতেই শাকিরা জানতে পারেন, ক্লারা চিয়া নামক এক নারীর প্রেমে মজেছেন পিকে। তার পরেই সমাজমাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন শাকিরা। নিজের পরবর্তী গানে ঢেলে দেন সব রাগ, অভিমান ও বেদনা। শাকিরার ওই গান জনপ্রিয় হওয়ার পরে নতুন বান্ধবীর সাথে সমাজমাধ্যমে ছবি পোস্টও করেন স্প্যানিশ ফুটবল তারকা।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল