ভারতে প্রতিদিন ধর্ষণের শিকার ৮৬ নারী
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২
ভারতের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নতুন নয়। প্রায়ই নারী নির্যাতনের বিভিন্ন তথ্য চোখে পড়ে। সাম্প্রতিক সময়ে আরজি কর মেডিক্যাল কলেজে এক নারী ডাক্তার ধর্ষণের শিকার হন। এ ঘটনায় এখনো উত্তাল রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। গত ৯ আগস্ট পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আরজি কর মেডিক্যালে ৩১ বছর বয়সী একজন শিক্ষানবিস ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ শেষে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কলকাতার রাজপথে নামেন সব স্তরের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হন দেশের বিভিন্ন প্রান্তের নানা শ্রেণিপেশার মানুষ। সিএনএন
এই ঘটনা ভারতে নতুন নয়। এর আগেও এমন নৃশংস চিত্র দেখেছে ভারত। ২০১২ সালের ১৬ ডিসেম্বর নির্ভয়া নামের একটি মেয়েকে বাসচালক ও আরো পাঁচজন মিলে গণধর্ষণ করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে মৃত্যুর জন্য ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। এরপরেই ২০১৩ সালে নির্ভয়া তহবিল গঠন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা