ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় যেন ভূলুণ্ঠিত না হয় : বাংলাদেশ মুসলিম লীগ
- ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০০
ছাত্র-জনতার ঐতিহাসিক অর্জন যেন জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির বিভক্তির কারণে ভূ-লুণ্ঠিত না হয় সেদিকে দেশপ্রেমিক সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুল হক মজুমদার এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় নেতৃবৃন্দ এ মন্তব্য করেন।
গতকাল দলীয় নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে এবং সহসাংগঠনিক সম্পাদক এম মাহবুবুর রহমান ভূঁঁইয়ার পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন মহাসচিব কাজী আবুল আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়িসহ সভাপতি মো: নজরুল ইসলাম, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, প্রচার সম্পাদক শেখ সবুর, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ওসমান গনি, খন্দকার জিয়া উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা