সন্ত্রাসী ও চাঁদাবাজিকে আইনের হাতে সোপর্দ করুন : শাহাদাত
- চট্টগ্রাম ব্যুরো
- ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: শাহাদাত হোসেন বলেছেন, সন্ত্রাসী ও চাঁদাবাজিকে আইনের হাতে সোপর্দ করুন। আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছর ক্ষমতা থাকাকালীন আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্রবাজি, দখলবজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সম্পদ লুটপাট করেছে। প্রতিটি এলাকায় এলাকায় তারা সন্ত্রাসী আস্তানা গড়ে তুলেছিল। সেই সব সন্ত্রাসী অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করত, টেন্ডারবাজি করত। আওয়ামী সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ওই সব সন্ত্রাসী এখন আত্মগোপনে আছে। তাদের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। তাদের অবৈধ অস্ত্র উদ্ধার না হলে তারা আবারো সন্ত্রাসী নৈরাজ্য ও চাঁদাবাজিতে লিপ্ত হবে। এখনো পর্যন্ত ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এবং নব্য বিএনপি সেজে দখলবাজি ও চাঁদাবাজি করছে। ঐ সব সন্ত্রাসীর মুখোশ উন্মোচিত করতে হবে এবং গ্রেফতার করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা