চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই বিদেশী জাহাজের সংঘর্ষ
- চট্টগ্রাম ব্যুরো
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই বিদেশী বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বেলা ২টার দিকে পানামার পতাকাবাহী বাল্ক কেরিয়ার এমভি নেভিঅস কেলেস্টিয়াল ও লাইবেরীয় পতাকাবাহী বাল্ক কেরিয়ার এমভি ফ্রেন্ডলি আইল্যান্ডসের মধ্যে এই সংঘর্ষ ঘটে। তবে উভয় জাহাজের ক্ষয়ক্ষতি ব্যাপক নয় বলে বন্দর সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বহির্নোঙ্গরের আলফা এ্যাংকরেজে নোঙ্গররত ৪৪ হাজার মেট্রিক টন ডিএপি সার বোঝাই বাল্ক কেরিয়ার এমভি নেভিঅস কেলেস্টিয়ালের নোঙ্গর সরে গিয়ে অদূরে নোঙ্গররত ২৭ হাজার মে:টন মসুরডাল বোঝাই বাল্ক কেরিয়ার এমভি ফ্রেন্ডলি আইল্যান্ডসকে ধাক্কা দেয়। এ ঘটনায় উভয় জাহাজের কাঠামোগত ক্ষতি হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে সূত্র জানায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা