পঞ্চগড়ের তালমা নদীতে নিখোঁজ আনসার কমান্ডারের খোঁজ মেলেনি দুই দিনেও
- পঞ্চগড় প্রতিনিধি
- ০৯ জুলাই ২০২৪, ০০:৪১
পঞ্চগড়ে তালমা নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ ইউনিয়ন আনসার কমান্ডার মোস্তাফিজুর রহমানের (২৮) খোঁজ মেলেনি দুই দিনেও। গত রোববার বেলা আড়াইটার দিকে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় তালমা নদীতে মাছ ধরতে গেলে তিনি নিখোঁজ হন। তিনি পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের ইউনিয়ন আনসার কমান্ডার। গতকাল সোমবার রংপুর থেকে আসা পাঁচ সদস্যের ডুবুরি দল সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর কয়েক কিলোমিটার এলাকায় সন্ধান চালিয়েও লাশ উদ্ধারে ব্যর্থ হয়।
পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে টানা ভারীবর্ষণে তালমা নদীর পানি বেড়েছে। গত রোববার দুপুরে মোস্তাফিজুর রহমান প্রতিবেশী মো: রানা (২২) নামে এক তরুণসহ জাল নিয়ে তালমা নদীতে মাছ ধরতে যান। তারা সাঁতার কেটে নদীর ওপারে হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া এলাকার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্র্রোতের তোড়ে টিকতে না পেরে রানা ফিরে আসেন। তবে জাল হাতে নিয়ে মোস্তাফিজুর রহমান সাঁতার কাটতে থাকেন। একপর্যায়ে মোস্তাফিজুর নদীতে তলিয়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা