এমপি ইব্রাহিম খলিলের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ
- ০৭ জুলাই ২০২৪, ০২:১৮
আজ ৭ জুলাই সাবেক এমপি ’৬৯-এর ১১ দফা ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাজী মোহাম্মদ মহসীন হল ছাত্র সংসদের প্রথম জিএস, বাংলাদেশ যুব মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুসলিম লীগ সংসদীয় দলের হুইপ ইব্রাহিম খলিলের ৪৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বেলা ১১টায় পল্টনস্থ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, প্রধান বক্তা থাকবেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব কাজী এ এ কাফি, সাংগঠনিক সম্পাদক খান আসাদ ও প্রচার সম্পাদক শেখ এ সবুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা