সাভারে শিক্ষকের লাশ উদ্ধার
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ০৬ জুলাই ২০২৪, ০০:০০
সাভার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের রাজাশনের ঐতিহ্যবাহী আল-হেরা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাভার উপজেলার মহাসচিব মো: শফিকুল ইসলামের (৪৮) লাশ গতকাল শুক্রবার বিকেলে নিজ প্রতিষ্ঠানের অফিস কক্ষের সিলিং ফ্যানের সাথে জ্বলন্ত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করেন। পরে খাটিয়াতে রেখে পুলিশকে খবর দিলে তার লাশ থানায় নিয়ে যায়। নিহত শিক্ষক মধ্য রাজাশনের সামছুদ্দিনের ছেলে। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল তিনি বাসা থেকে বের হন। এরপর জুমার নামাজ শেষে বাসায় না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে নিচতলার অফিস কক্ষের জানালা দিয়ে তার লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত দেখে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে তার স্ত্রী ,ছেলে, মেয়ে রশি কেটে নিচে নামিয়ে খাটিয়াতে রেখে থানা পুলিশকে খবর দেয়।
সাভার মডেল থানার (এসআই) রাজীব সিকদার জানান- শিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে আমরা এটা আত্মহত্যা বলে ধারণা করছি। সিসি ক্যামরার পাসওয়ার্ড নিহত শিক্ষক ও তার স্ত্রীর কাছে রয়েছে। যেহেতু শিক্ষক মারা গেছেন আর তার স্ত্রী আছেন তার কাছ থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে তা আমরা যাচাই-বাছাই করব। ময়নাতদন্ত শেষে তার প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।