ভোলায় ও ফরিদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৪ জুলাই ২০২৪, ০১:৩৬
ভোলা সদরে দুই বোন ও ফরিদপুরের মধুখালীতে এক শিশুসহ পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ভোলা প্রতিনিধি জানান, ভোলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা আক্তার (৫) ও হালিমা বেগম (৮) নামের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের শফিক মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু দু’টি শফিক মাতব্বরের মেয়ে।
শিশু দু’টির চাচা তানজিল আহমেদ তানহা জানান, গতকাল বেলা ১টার দিকে বাড়ির সবার অগোচরে শিশু দু’টি পুকুরে গোসল করতে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের না দেখে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ইয়ানুর নামের এক তরুণী দেখেন হাবিবার পায়ের জুতা পুকুরের পানিতে ভাসছে। এরপর পরিবারের লোকজন পানিতে নেমে শিশু দু’টিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে আদরের শিশু দু’টিকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। মর্মান্তিক এই মৃত্যুতে বাঘমারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম আল আমীন সায়মন (৬)। সে মুরারদিয়া গ্রামের সৌদি প্রবাসী নজরুল হোসেন খানের ছেলে। সায়মন মুরারদিয়া ইসলামিক কিন্ডার গার্ডেনের ১ম শ্রেণীর ছাত্র ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা