১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নলছিটির রাগীব শাহরিয়ারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

-

ফুটবলকে পায়ের পাতা দিয়ে ট্যাপ করে মিনিটে সর্বোচ্চ ২২০ বার স্পর্শ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ঝালকাঠির নলছিটির সন্তান রাগীব শাহরিয়ার অংকন। আগের রেকর্ড ছিল ২১২ বার। মঙ্গলবার অংকন অফিসিয়ালি তার এ অর্জনের সনদপত্র হাতে পেয়েছেন। তার এ কৃতিত্বের জন্য গত ২০ ফেব্রুয়ারি গিনেস বুক অব ওয়ার্ল্ড ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত হয়।
অংকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তার বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের হাইস্কুল সড়কে। তিনি নলছিটি প্রেস ক্লাব সভাপতি মো: এনায়েত করিমের ছেলে।
মেধাবী অংকনের এ ব্যতিক্রমী অর্জনে নলছিটিবাসী ও তার সহপাঠীরা তাকে ফোনে ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
এ ব্যাপারে রাগীব শাহরিয়ার অংকন বলেন, এ রেকর্ড গড়তে পারায় আমি অত্যন্ত খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি। দৃঢ় প্রচেষ্টা ও অনুশীলনে অসম্ভবকেও সম্ভব করা যায়। আমি সবার কাছে দোয়া কামনা করছি।
নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলী খান বলেন, অংকন আমাদের বিদ্যালয়ে যখন পড়ত, খুবই মেধাবী ছিল। সে ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়েছে। শুনেছি সে ফুটবলে ট্যাপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে, এতে আমি ওর শিক্ষক হিসেবে গর্বিত মনে করছি। অংকন আরো এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা।
অংকনের বাবা সাংবাদিক এনায়েত করিম বলেন, আমার ছেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করায় পরিবারের সবাই খুশি। অংকন পড়ালেখার পাশাপাশি ফুটবল নিয়ে সবসময় বেশি সময় দিতো। সে ফুটবলকে ভালো করে রপ্ত করেছে বিধায় মিনিটে ২২০ বার পায়ে স্পর্শ করতে পেরেছে। এই কাজটা খুবই কঠিন, অংকন কঠিনকে ধারণ করেছে। আমরা ওর জন্য গর্বিত।


আরো সংবাদ



premium cement