৭ দফা দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বিক্ষোভ
- ঢাবি প্রতিনিধি
- ০৩ জুলাই ২০২৪, ০১:৩৬
মুক্তিযোদ্ধা কোটার পুনর্বহাল সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
গতকাল সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করে তারা। মিছিলটি শাহবাগ থেকে কেন্দ্রীয় মসজিদ হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।
সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাজনৈতিক সুবিধা দেয়ার চক্রান্তে লিপ্ত হওয়া জামায়াত, বিএনপি ও রাজাকারের সন্তানদের কোনো অবস্থায় ছাড় দেয়া হবে না। দেশের প্রশাসনে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের শূন্য করার লক্ষ্যে কোটা বাতিলের ষড়যন্ত্র চলছে। মুক্তিযোদ্ধার সন্তানরা অফিস-আদালতে থাকলে দুর্নীতি করা খুবই কঠিন হবে ভেবে কোটা প্রথার বিলুপ্তি চাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা