শোকজের পর বহাল তবিয়্যতে ডিএমডি আতঙ্কিত কর্মকর্তা-কর্মচারীরা
- নিজস্ব প্রতিবেদক
- ০১ জুলাই ২০২৪, ০১:০৫
নানা অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় ইন্টারন্যাশনাল লিজিংয়ের ডিএমডি মশিউর রহমানকে। সন্তোষজনক জবাব দিতে না পারলেও তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, এই ঘটনার পর প্রতিশোধ পরায়ন হয়ে তার বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহের চোখে দেখছেন মশিউর। এতে করে অতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই।
জানা গেছে, একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে গত ১৫ মে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো: মশিউর রহমানকে শোকজ করেন। সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। অভিযোগ তদন্তের জন্য গত ১৪ ফেব্রয়ারি গঠন করা হয়েছিল একটি এইচ আর কমিটি। কমিটি ৩১ মার্চ তাদের তদন্ত রিপোর্ট জমা দেন। মশিউরের অনিয়মগুলো হলো রেফটাইল ফার্ম নিলামের দলিলে অসত্য তথ্য প্রদান, নিয়ম বহির্ভূতভাবে গ্রাহকের ব্যাংক হিসাবে কয়েক লাখ টাকা স্থানান্তর, ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর ভারতে থাকাকালীন রুটিন দায়িত্ব বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে কিছু কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ভয়ভীতি সৃষ্টি করা, অফিসের অভ্যন্তরে অযথা কলহ ও বিশৃঙ্খলা সৃষ্টি করা, ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকাকালীন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থসহ ইত্যাদি।
প্রতিষ্ঠান সূত্রে আরো জানা গেছে, শোকজের জবাবে মশিউর রহমান সাত অশালীন ও ঔদ্বত্যপূর্ণ ভাষায় নিজের দোষ অস্বীকার করে উল্টো ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর সাহেবকে কটাক্ষভাষায় বিভিন্ন আইনের ভুল ব্যাখ্যা দিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা