১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

চট্টগ্রাম ও কিশোরগঞ্জে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

-

চট্টগ্রাম নগরে গাড়ির ধাক্কায় এক যুবক ও কিশোরগঞ্জের কটিয়াদীতে হাওরে ঘুরতে এসে অপর এক যুবক নিহত হয়েছেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের বাকলিয়ায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মুস্তাকিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে রাজাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের দকুল হাজির বাড়ির নূর মোহাম্মদের ছেলে।
বাকলিয়া থানার রাজাখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো: শরিফ বলেন, সকাল ৭টার দিকে রাস্তা পারাপারের সময় মুস্তাকিন নামের এক যুবককে ধাক্কা দিয়ে একটি গাড়ি নতুন ব্রিজ এলাকার দিকে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মুস্তাকিন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হাওরে ঘুরতে এসে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিন বন্ধু দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে একজন নিহত ও দু’জন মারাত্মক আহত হয়েছেন। বাজিতপুর উপজেলায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে তারা দুর্ঘটনায় শিকার হন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের উপজেলার পৈলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন হাসান (১৮) পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় একই এলাকার আকবর আলী ও মাসুদ মিয়ার ছেলে সানজিদ আহত হয়েছেন। আহত দু’জনকে উদ্ধার করে উপজেলার ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement