চট্টগ্রাম বোর্ডের সোয়া দুই হাজার শিক্ষার্থী ১ম দফায় কলেজ পায়নি
- চট্টগ্রাম ব্যুরো
- ২৬ জুন ২০২৪, ০১:৩৮
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রথম দফায় কলেজে ভর্তির আবেদনকারীদের মধ্যে সোয়া দুই হাজার শিক্ষার্থী কোনো কলেজ পায়নি। এর মধ্যে আবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছে চার শতাধিক। গত রোববার রাতে একাদশ শ্রেণীর ভর্তির জন্য প্রথম দফায় নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হয়।
জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম দফায় আবেদন করেছিল ১ লাখ ৭ হাজার ১০ জন শিক্ষার্থী। এর মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ১ লাখ ৪ হাজার ৮০১ জন শিক্ষার্থী। বাকি ২ হাজার ২৮০ জন শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হয়নি।
বোর্ড সূত্র জানিয়েছে, ভর্তি নীতিমালা অনুযায়ী-একজন শিক্ষার্থী তার এসএসসির ফলাফল ও অনলাইন আবেদনের সময়ে দেয়া পছন্দক্রমের ভিত্তিতে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন। একজন শিক্ষার্থী ১০টি কলেজ পছন্দক্রমে দিতে পারলেও অনেকে পছন্দের দুই, তিন বা চারটি কলেজ পছন্দক্রমে দিয়েছেন। ফলে পছন্দের কলেজগুলোতে আসন শূন্য না থাকায়, তারা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে সূত্র জানায়।
তবে শিক্ষাবোর্ড কর্মকর্তারা বলছেন, প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য মনোনীত না হওয়া শিক্ষার্থীদের ভয়ের কোনো কারণ নেই। তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। যথেষ্ট আসন খালি রয়েছে। তবে আবেদনকারীদের প্রতি পরামর্শ থাকবে তারা যেন আবেদনের সময় ১০টি কলেজ পছন্দক্রম দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা