১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বেসরকারি চার মেডিক্যাল কলেজের কার্যক্রম স্থগিত

দু’টির অনুমোদন বাতিল
-

বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মিলে মেডিক্যাল কলেজের সংখ্যা ১১০টি। সরকারি মেডিক্যাল কলেজ ৩৭টি, সেনাবাহিনী পরিচালিত একটি এবং বেসরকারি ৭২টি রয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন। তিনি জানান, আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষাকার্যক্রম পরিচালনা না করায় চারটি মেডিক্যাল কলেজের শিক্ষাকার্যক্রম স্থগিত করা হয়েছে এবং দুইটি মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত বাজেট অধিবেশনে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের এবং মহিলা আসন-৩৫ সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের দুইটি পৃথক লিখিত প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। তার জবাবে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।


আরো সংবাদ



premium cement