০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

লেবার পার্টির চেয়ারম্যান ডা: ইরান সড়ক দুর্ঘটনায় আহত

-

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান গতকাল সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদ এলাকায় দলীয় কর্মকাণ্ড শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের বাবলাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এ সময় তার সফরসঙ্গী লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান আহত হন।
তাদের তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ঢাকায় এনে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। দুর্ঘটনায় লেবার পার্টির চেয়ারম্যানের দুই হাত, বাম পা, মুখ মারাত্মকভাবে জখম হয়।
গতকাল লেবার পার্টির প্রচার সম্পাদক মো: মনির হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে লেবার পার্টি ও তার পরিবারের পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement