১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

-

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে একজন পল্টন মোড়ে আইল্যান্ডে ঘুমিয়ে থাকার সময় একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর উঠিয়ে দেয়। অপরদিকে গভীর রাতে হানিফ ফ্লাইওভারের জনপদের মোড়ের কাছে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় একজন মারা যান।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে একটি বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। সেখানে ঘুমিয়ে ছিল অজ্ঞাত (৩৩) এক যুবক। ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন পল্টন থানার এসআই মো: শাহ আব্দুল আজিজ।
এদিকে বুধবার রাত ১টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের জনপদের মোড়ে অংশে অজ্ঞাত এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়েছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা রাতে ফ্লাইওভার দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো যানবাহনের চাপায় তিনি গুরুতর আহত হয়ে পড়েছিলেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 


আরো সংবাদ



premium cement