১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিরতি প্রথম ফ্লাইট আসছে আজ

-

চলতি বছরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। হজের পর এবার দেশে ফেরার পালা হাজিদের। আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশী হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। সৌদির স্থানীয় সময় সকাল ৬টায় হাজিদের নিয়ে মদিনা থেকে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হবে। আগামী ২২ জুলাই ফিরতি ফ্লাইট শেষ হবে। এখন পর্যন্ত হজ পালনে গিয়ে ২১ বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৮ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় চারজন এবং মিনায় একজন মারা গেছেন।
গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট ছিল ১২ জুন। আজ হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আসবে। আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।
হজ করেছেন ১৮ লাখ ৩৩ হাজার জন : সৌদি সরকার জানিয়েছে, এ বছর মোট ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন মুসলিম পবিত্র হজ পালন করেছেন। এর মধ্যে সৌদি আরবের দুই লাখ ২১ হাজার ৮৫৪ জন এবং বিভিন্ন দেশের ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন রয়েছেন।

এ বছর তীব্র গরমে ৫৫০ হজযাত্রীর মৃত্যু : গণমাধ্যমে প্রতিবেদন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর সৌদি আরবের মক্কায় তীব্র গরমে শত শত হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার এএফপির খবরে বলা হয়, কূটনীতিকরা জানিয়েছেন, হজে কমপক্ষে ৫৫০ জনের মৃত্যু হয়েছে। দুই আরব কূটনীতিকের বরাত দিয়ে এএফপি আরো জানিয়েছে, এদের মধ্যে ৩২৩ মিসরীয়, যাদের বেশির ভাগ তাপপ্রবাহজনিত কারণে মারা গেছেন। সৌদি রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদের ছায়ায় তাপমাত্রা ৫১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। গত মঙ্গলবার বার্তাসংস্থা টিএপি জানিয়েছে, হজের সময় ৩৫ জন তিউনিসিয়ার নাগরিক মারা গেছেন। পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, তাদের অনেকের মৃত্যু প্রচণ্ড গরমের কারণে হয়েছে। জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা মঙ্গলবার জর্দানের হজযাত্রীদের ৪১ জনের দাফনের অনুমতি দিয়েছে। এর আগে, মন্ত্রণালয় বলেছিল যে হজ চলাকালে কমপক্ষে ৬ জর্ডানের নাগরিক হিটস্ট্রোকে মারা গেছেন। হজযাত্রীদের মধ্যে ১১ জন ইরানী মারা গেছেন এবং ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরআইএনএন মঙ্গলবার এ কথা জানিয়েছে। তবে তারা মৃত্যুর কারণ জানায়নি। সেনেগালের বার্তা সংস্থা সোমবার জানিয়েছে, হজের সময় সেনেগালের তিন নাগরিকও মারা গেছেন। মঙ্গলবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, হজযাত্রার সময় ১৪৪ জন ইন্দোনেশিয়ান নাগরিক মারা গেছেন।

 


আরো সংবাদ



premium cement