বিবেকের আহ্বানে সাড়া দিয়ে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ান : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেট ব্যুরো
- ২০ জুন ২০২৪, ০০:১৭
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সিলেট জেলার ১৩টি উপজেলার পাশাপাশি নগরীর অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী। নগর এলাকার ৪২টি ওয়ার্ডের মধ্যে ২২টি ওয়ার্ডই বন্যাকবলিত। সাম্প্রতি কয়েক দফা আকস্মিক বন্যায় নগরীর নি¤œাঞ্চলের মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত। বিগত সময়ে পানি দ্রুত নেমে গেলেও এখন পানি কমার নাম নেই। বরং ভারতীয় ঢল ও টানা বৃষ্টিতে ক্রমেই পানি বাড়ছে। এমন পরিস্থিতিতে নি¤œ আয়ের মানুষের জীবন-জীবিকা থমকে রয়েছে। অসহায় মানুষ ঠিকমতো খাবার খেতে পারছে না। আশ্রয়কেন্দ্রগুলোতেও খাবার-দাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। চাহিদার তুলনায় অপ্রতুল ত্রাণসামগ্রীর কারণে বিপুল সংখ্যক অসহায় হতদরিদ্র মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বিবেকের আহ্বানে সাড়া দিয়ে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব।
তিনি গতকাল দুুপুরে নগরীর দক্ষিণ সুরমা বরইকান্দি এলাকার নদী তীরের বাঁধ পরিদর্শন, নগরীর উপশহর-তেররতন ও তালতলা এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং বন্যার্ত মানুষের মাঝে পানি বিতরণকালে উপরি উক্ত কথা বলেন।
তালতলা এলাকায় উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল মুকিত, কোতয়ালি পশ্চিম থানা সেক্রেটারি পারভেজ আহমদ, জামায়াত নেতা ইফতেখার আহমদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা