০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সিদ্ধিরগঞ্জে ৪টি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন লাখ টাকা জরিমানা

-

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চারটি মেটাল ফুড র‌্যাক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর মধ্যে দু’টি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাসের নেতৃত্বে গতকাল রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জালকুঁড়ি উত্তরপাড়া এলাকার চারটি স্পটে এই অভিযান পরিচালিত হয়।
তিতাস কর্তৃপক্ষ জানায়, এ সময় শাহী মেটাল কারখানা ও রওজা স্টিল নামের দু’টি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়া চারটি কারখানা থেকে জব্দ করা হয় গ্যাস টানার উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বুস্টার মেশিনসহ বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার, বার্নার, চুলা ও কারখানার উৎপাদিত মালামাল। পরে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে বিচ্ছিন্নকৃত অবৈধ সংযোগস্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুস্তাক মাসুদ মো: ইমরান, ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুশিউর রহমান ও অন্যান্য প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুস্তাক মাসুদ মো: ইমরান জানান, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের কারণে অনেক কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। তবে উত্তরপাড়া এলাকাটি নিরিবিলি ও জনবসতি কম থাকায় প্রায় ছয় মাস আগে দালাল চক্র ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে অবৈধ সংযোগ নিয়ে চারটি মেটাল ফুড র‌্যাক কারখানা গড়ে ওঠে।
তিনি বলেন, বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে সবগুলো কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেই; যাতে তারা আর অবৈধভাবে সংযোগ নিতে না পারে সে জন্য আমাদের মূল বিতরণ সংযোগস্থল থেকে অবৈধ সংযোগগুলো স্থায়ীভাবে সিলগালা করে দিয়েছি। পাশাপাশি অবৈধ সংযোগে ব্যবহৃত সব সরঞ্জাম আমরা জব্দ করেছি এবং দু’টি কারখানাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক লাখ টাকা জরিমানাও করেছেন। অবৈধ সংযোগ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।

 


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল