১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেত্রকোনায় উগ্রবাদী আস্তানা সন্দেহে পুলিশি অভিযান

১৭ রাউন্ড গুলি, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার
-

নেত্রকোনায় উগ্রবাদী আস্তানা সন্দেহে একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, এ কে-ফোরটি সেভেন সাদৃশ্য খেলনা অস্ত্র, বুলেট প্রুপ জ্যাকেট, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, কোমরে বাঁধার বেল্ট, ব্যায়ামের সরঞ্জাম ও জিহাদি বইপত্র উদ্ধার করেছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আসাদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে গতকাল সকালে ঢাকা থেকে আসা বোম ডিস্পোজাল ইউনিট ও সোয়াত টিম স্থানীয় পুলিশ নিয়ে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বালি বাজারসংলগ্ন ভাষাপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মান্নানের দোতলা বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নেত্রকোনা পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা সাথে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল থেকে ওই বাড়িটি পুলিশ ঘেরাও করে রাখে। অভিযানের আগেই জঙ্গিরা পালিয়ে গেছে বলে দাবি করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মান্নান প্রায় ২০ বছর আগে আড়াই একর জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন। চারদিকে উঁচু দেয়াল দিয়ে ঘেরা বাড়িটিতে সিসি ক্যামারা দিয়ে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। বাড়িটিতে সাধারণের কোনো যাতায়াত ছিল না। তাই বাড়িটিকে ঘিরে মানুষের সন্দেহ ও কৌতূহল শুরু থেকেই ছিল। বাড়ি নির্মাণকালে আব্দুর মান্নান ঘোষণা দিয়েছিলেন, তিনি সেখানে একটি গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করবেন। সাইন বোর্ডও টাঙ্গিয়েছিলেন। কিন্তু তার কিছুই না হওয়ায় ওই নির্জন বাড়িটিকে ঘিরে সাধারণের মাঝে রহস্যের সৃষ্টি হয়। বছর দুই আগে বাড়িটিতে ভাড়াটিয়া পরিচয়ে দ্জুন পুরুষ, দুজন নারী ও দুই শিশু নিয়ে ওই বাড়িতে বসবাস করছিলেন। কিন্তু বাইরের কারো সাথে তাদের যোগাযোগ ছিল না। বাড়িটির গেট সর্বদাই লাগানো থাকত। ওই বাড়িটি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে পুলিশ প্রামিকভাবে ধারণা করছে।
নেত্রকোনা পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ গণমাধ্যমকে বলেন, একটি বিদেশী পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এটা হচ্ছে জেনুইন। এ ছাড়া খেলনা পিস্তল, এ কে ফোরটি সেভেন, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, প্রশিক্ষণসামগ্রীও রয়েছে। ওই রুমটা সাউন্ডপ্রুপ করার মতো বিষয়ও রয়েছে। ঢাকা থেকে বোম ডিস্পোজাল ও স্পেশালিষ্ট টিম আসার পর ফাইনালি বলতে পারব। তা ছাড়া বাড়ির মালিক আসার পর ভাড়াটিয়াদের ব্যাপারেও জানা যাবে।


আরো সংবাদ



premium cement