১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খুলনায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন

-

ভোটকেন্দ্রে আসতে বাধা, চেয়ার ভাঙচুর, হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে গতকাল খুলনার ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
সকাল ৯টার দিকে পাইকগাছায় উপজেলা সদরের বালিকা বিদ্যালয় কেন্দ্রে চিংড়ি প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনন্দমোহন বিশ্বাসের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ ওঠে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম টিপুর এজেন্টদের বিরুদ্ধে। বেলা ১টার দিকে রাড়–লী ভুবনমোহিনী বালিকা বিদ্যালয় কেন্দ্রে কামরুল ইসলাম টিপুর কর্মীরা আনন্দমোহন বিশ্বাসের কর্মীদের ভোটকেন্দ্র যেতে বাধা দেন। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চিংড়ি প্রতীকের আনন্দমোহন বিশ্বাস অভিযোগ করেন, শেখ কামরুল ইসলাম টিপুর কর্মীরা তার ভোটারদের কেন্দ্রে আসতে বাধা ও মারধর করেছে। এ ছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছে। অশ্লীল ভাষায় গালাগাল করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে শেখ কামরুল ইসলাম টিপু বলেন, ভোটারদের ডাকাডাকি করাকে কেন্দ্র করে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। তবে কোনো মারামারি বা এজেন্টদের বের করে দেয়ার ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবাইদুর রহমান বলেন, দু-একটা কেন্দ্রে বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা ঘটেছে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ডুমুরিয়া উপজেলার দু-একটি কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়াকে কেন্দ্র করে ঘোড়া প্রতীকের গাজী এজাজ আহমেদ ও মোটরসাইকেল প্রতীকের আজগর বিশ্বাস ও আনারস প্রতীকের মুনিমুর রহমান নয়নের কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
সকালের দিকে শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রের ও মধুগ্রাম ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রের পাশে এবং মিকশিমিল সড়কের মন্দিরের সামনে ভোটারদের আসতে বাধা দেয়া হয়। এ সময় প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বারইপাড়া এলাকায় ঘোড়া ও মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল আমিন বলেন, নির্বাচন চলাকালে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সংবাদ পাওয়া গেছে।

 


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল