পরিবেশকে বাদ দিয়ে কোনো পরিকল্পনাই টেকসই হবে না
- নিজস্ব প্রতিবেদক
- ০৯ জুন ২০২৪, ০০:৫২
পরিবেশ বাদ দিয়ে কোনো পরিকল্পনাই টেকসই ও জনবান্ধব হবে না। ভবিষ্যতে চাকরির বাজারেও যেন এর প্রভাব না পড়ে সেই লক্ষ্যে পরিবেশবিদ ক্যাডার এবং পরিবেশবিদ পরামর্শক তৈরির উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়ে পরিবেশ বিশেষজ্ঞরা দুষণে বার বার শীর্ষে চলে আসা ঢাকাকে পরিবেশবান্ধব করতে করণীয়ও জানিয়েছেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে গতকাল স্বাস্থ্যকর নগরী গঠনে তারা নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। ‘পরিবেশবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (বাপই)’ আয়োজিত সেমিনার ‘প্রকৃতিকে শহরে ফিরিয়ে আনা’এর ওপর প্রতিবেদন তুলে ধরে হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বাপইর সভাপতি প্রকৌশলী ও পরিবেশবিদ এস এম খোরশেদ আলম। সেমিনারে মূল বক্তব্যে স্থপতি ও পরিবেশবিদ মো: মাহমুদুর রহমান পাপন তার সচিত্র উপস্থাপন তুলে ধরেন। এর উপর মতামত দেন পরিবেশবিদ ইকরামুল হক, মুহাম্মদ গালিব হোসাইন, শরীফ নূর শাম্স, ওয়াকিল আলম, মো: মাহাবুব মণ্ডল প্রমুখ।
সেমিনারে পরিবেশবিদরা তাদের বলেন, নগরায়নের কারণে ক্রমবর্ধমান জনসংখ্যা এবং অবকাঠামো উন্নয়নের চাপে শহরগুলোতে সবুজ পরিবেশের অবক্ষয় একটি সাধারণ ঘটনা। তবে শত উন্নয়নের মাঝেও শহরে প্রকৃতিকে ফিরিয়ে আনার মাধ্যমে শুধু প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধার না, বরং মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকেও উন্নত করা সম্ভব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা