সাবেক বিএনপি নেতা আহসান উল্লাহ হাসানের মৃত্যুবার্ষিকী
- নিজস্ব প্রতিবেদক
- ০৮ জুন ২০২৪, ০২:২২
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে মিরপুর ১০ নম্বরে জান্নাতুল মাওয়া কবরস্থানে পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা আহসান উল্লাহ হাসানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন। এ ছাড়া হাসানের বড় ছেলে রায়হান হাসান সৌরভের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। নিউ ইস্কাটন মসজিদে বাদ জুমা দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন চৌধুরী অপু ও ৩৫ নং ওয়ার্ড যুবদল নেতা শৈবাল হোসেন প্রিন্স। এ ছাড়া পরিবারেরর পক্ষ থেকে মীরপুর ডিওএইচএস মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ৭ জুন করোনা আক্রান্ত হয়ে রাজধানীর সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহসান উল্লাহ হাসান। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দুইবার নির্বাচিত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বেও ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা