১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শোক সংবাদ

-

মঞ্জুরুল ইসলাম
নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম (৫৪) ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উক্ত ইউনিয়নের ছাওড় গ্রামে নিজ বাসভবনে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃতুতে পোরশা উপজেলা পরিষদ নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহম্মেদ, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান তৌফিকুর রহমান চৌধুরী, নিতপুর ইউপি সাবেক চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। পোরশা (নওগাঁ) সংবাদদাতা

তৈয়বা বেগম
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ঠুমনিয়া গ্রামের বাসিন্দা ও দৈনিক নওরোজ ও একুশে নিউজের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাজিউর রহমান জিহাদ রাজুর মা তৈয়বা বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার ভোর ৪টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চার ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনি, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ অনেক শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
গত বৃহস্পতিবার বাদ আসর মরহুমার নিজ গ্রামের লাহিড়ীহাট জাম্মে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ বিকেল সাড়ে ৫টায় বামুনিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সফিকুল ইসলাম, পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সফিউল আলম কাউসার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশসহ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা।

 

 


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত চীনের রাষ্ট্রদূতের সাথে মঈন খানের বৈঠক দেশকে উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা

সকল