১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক গ্রাম থেকে ৩৫ শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ এলাকাবাসীর সংবর্ধনা

-


ছোট্ট একটি গ্রাম গুমাইল। গ্রামটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নে। টান গুমাইল এবং নামা গুমাইল এই দুই ভাগের গ্রামটির আয়তন এক বর্গকিলোমিটারেরও কম। তবে পাশেই সাভার ইপিজেড বা আশুলিয়া শিল্পাঞ্চল এলাকা গড়ে ওঠার কারণে গ্রামটিতে লোকসংখ্যা একটু বেশিই। চলতি ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় এই ছোট একটি গ্রাম থেকেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে ৩৫ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ ও আগামী দিনে পড়াশোনায় উৎসাহ বাড়াতে এলাকাবাসীর উদ্যোগে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে গতকাল কৃতী এই শিক্ষার্থীদের দেয়া হয়েছে সংবর্ধনা।

ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে শিক্ষায় আলো ছড়ানো আশুলিয়ার গুমাইল গ্রামের এসএসসিতে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে অংশ নেন গুমাইল গ্রামেরই গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত গোমাইল’ এর উদ্যোগে ৩৫ জন কৃতী শিক্ষার্থীকে সম্মানসূচক ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। টঙ্গী-সাভার ইপিজেড রোডের নরসিংহপুরের চায়না গার্ডেন রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ‘আলোকিত গোমাইল’ প্রতি বছরই কৃতী শিক্ষার্থীদের সংর্বধনার এই আয়োজন করে আসছে। এর আগে চলতি বছরের গত ৩১ জানুয়ারি গোমাইল গ্রামের ২৪ জন কুরআনের হাফেজ, আলেম ও মুফতিদের সম্মানেও সংবর্ধনার আয়োজন করে। ‘আলোকিত গোমাইলে’র এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার মাধ্যমে স্কুল থেকে ঝরে পড়া রোধে ভূমিকা রাখছে। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় প্রতিযোগিতা ও মনোযোগও আগের তুলনায় বাড়িয়েছে। আগামীতে ‘আলোকিত গোমাইল’ তাদের এই কৃতী শিক্ষার্থী সংবর্ধনার উদ্যোগ আরো সম্প্রসারিত করার প্রচেষ্টা চালাবে। ‘আলোকিত গোমাইল’ মনে করে এই ধরনের অনুপ্রেরণামূলক আয়োজন শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে আরো বেশি মনোযোগী এবং আগ্রহী হিসেবে গড়ে তুলবে। এ ছাড়া স্থানীয় অভিভাবক এবং সিনিয়র নাগরিকদের সাথেও শিক্ষার্থীদের মধ্যে সামাজিক একটি মেলবন্ধন তৈরিতে ভূমিকা রাখবে।

গতকাল কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ সরকার, সিনিয়র সাংবাদিক শাহেদ মতিউর রহমান, হাজী শফিক সরকার, স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ হোসেন, আব্দুর রউফ মিয়া, মোহাম্মদ আলী, লুৎফর রহমান, নুরুল ইসলাম পলান, আবুল কাসেম পলান, লিটন পলান, মাসুদ পলান, সাইদুর পলান, সালাউদ্দিন পলান, ইমন পলান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ বাংলা বিভাগের প্রফেসর মোহাম্মদ শহিদুল্লাহ সরকার। তিনি বলেন, বর্তমান সমাজে নিজেদের সন্তান তথা শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে নিজের গ্রামেরই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হচ্ছে এটা অনুকরণীয়-অনুস্মরণীয়।


আরো সংবাদ



premium cement
ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি

সকল