যশোরের সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুসের ইন্তেকাল
- যশোর অফিস
- ০৫ জুন ২০২৪, ০১:০৩
যশোরের সিনিয়র সাংবাদিক দৈনিক সংগ্রামের যশোর জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টার মোস্তফা রুহুল কুদ্দুস (৬৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের মোল্লাপাড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরিবারের লোকজন তাকে যশোর আড়াই শ’ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিএফইউজের শোক : মোস্তফা রুহুল কুদ্দুসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে। সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী এক বিবৃতিতে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
যশোর জামায়াতের শোক : সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর পূর্ব জেলা আমির মাস্টার নুরুন্নবী, যশোর শহর সাংগঠনিক জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর পশ্চিম জেলা আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।