কুয়েটের সুর্বণজয়ন্তী উদযাপন
- খুলনা ব্যুরো
- ০৪ জুন ২০২৪, ০১:৪৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) গতকাল সোমবার ‘সুবর্ণজয়ন্তী’ উদযাপন করেছে ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১৯৭৪ সালের ৩ জুন অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। এরপর ১৯৮৬ সালের ১ জুলাইয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) ও ২০০৩ সালের ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
দিনটিকে স্মরণীয় করে রাখতে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সকাল সোয়া ৯টায় প্রশাসনিক ভবনের সামনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ। স্বাগত বক্তৃতা দেন রেজিস্ট্রার প্রকৌশলী মো: আনিছুর রহমান ভূঞা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা