প্রবীণ সাংবাদিক এ কে এম তবিবুল ইসলাম আর নেই
- ৩০ মে ২০২৪, ০০:৪৮
জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র সাবেক প্রধান প্রতিবেদক প্রবীণ সাংবাদিক এ কে এম তবিবুল ইসলাম আর নেই। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে উত্তরা নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত মঙ্গলবার রাত ১১টায় উত্তরা ৫ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এ কে এম তবিবুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা