মহাবিপদ সঙ্কেত তুলে নিলেও সচল হয়নি চট্টগ্রাম বন্দর
- চট্টগ্রাম ব্যুরো
- ২৮ মে ২০২৪, ০০:০০
মহাবিপদ সঙ্কেত নেমে গেলে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট অপারেশন শুরু হলেও পুরোপুরি সচল হয়নি চট্টগ্রাম সমুদ্র বন্দর। সাগর প্রচণ্ড রকমের উত্তাল থাকায় গভীর সাগরে পাঠিয়ে দেয়া বাণিজ্যিক জাহাজগুলোকে বন্দরে ফিরিয়ে আনার জন্য পাইলটরা রওনা দিলেও মাঝ সাগর থেকে ফিরে আসতে হয়েছে। ফলে গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত জাহাজ শূন্যই ছিল চট্টগ্রাম বন্দরের জেটিগুলো।
রেমাল ধেয়ে আসার খবরে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে গত রোববার চট্টগ্রাম সমুদ্র বন্দরের জেটিগুলো জাহাজশূন্য করার পাশাপাশি জাহাজে পণ্য ওঠা-নামাসহ সব ধরনের অপারেশনাল কর্মকাণ্ড বন্ধ রাখা হয়। জারি করা হয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা এলার্ট ফোর। বন্দরের জেটি থেকে ১৯টি সমুদ্রগামী জাহাজ এবং বহির্নোঙর থেকে ৪৯টি মাদার ভেসেলসহ ৬৮টি বাণিজ্যিক জাহাজ গভীর সাগরে পাঠিয়ে দেয়া হয়।
কিন্তু ঘূর্ণিঝড়ের সঙ্কেত প্রত্যাহার করা হলেও সাগর অস্বাভাবিক উত্তাল থাকায় এসব জাহাজের একটিও জেটিতে ফেরত আনা যায়নি। এক দিকে পাইলটদের জীবনঝুঁকি এবং জেটির নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে জাহাজ ফেরত আনা যায়নি বলে বন্দর সূত্র জানিয়েছে। সূত্র মতে, বড় জাহাজ জেটিতে থাকলে ঢেউয়ের কারণে জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
চবকের সাইক্লোন ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড পোস্ট সাইক্লোন রিহেবিলিটেশন প্ল্যান-১৯৯২ অনুযায়ী আবহাওয়া অধিদফতর ৩ নম্বর সতর্ক সঙ্কেত জারি করলে প্রথম পর্যায়ের সতর্কতা অ্যালার্ট-১ জারি করে বন্দর কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদফতর ৪ নম্বর সতর্ক সঙ্কেত জারি করলে বন্দর অ্যালার্ট-২ জারি করে। বিপদ সঙ্কেত ৫, ৬ ও ৭ নম্বরের জন্য বন্দরের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট-৩ জারি করা হয়। বিপদ সঙ্কেত ৮, ৯ ও ১০ হলে বন্দরে সর্বোচ্চ সতর্কতা বা অ্যালার্ট-৪ জারি করা হয়।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল করা যায়নি। বৈরী আবহাওয়ার কারণে গভীর সাগরে পাঠিয়ে দেয়া কোনো জাহাজ জেটিতে আনা যায়নি। তবে পচনশীল নয়, এমন পণ্য বন্দর ইয়ার্ড থেকে খালাস হচ্ছে বলে তিনি জানান।
বিমান বন্দর সচল : এ দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ গতকাল বিকেলে নয়া দিগন্তকে জানান, গতকাল সকাল থেকে রানওয়ে চালু হয়েছে। গতকাল ছয়টি অভ্যন্তরীণ ও ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম বিমান বন্দর ছেড়ে গেছে। এ ছাড়া রাতেও আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল রয়েছে বলে তিনি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা