মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা উত্তর কোরিয়ার
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৮ মে ২০২৪, ০০:০০
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। ৪ জুনের মধ্যে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানিয়েছে দেশটি। গত নভেম্বরে তিনবার প্রচেষ্টার পর কক্ষপথে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর নতুন করে মহাকাশে স্যাটেলাইট প্রেরণের বিষয়টি প্রতিবেশী দেশ জাপানকে নিশ্চিত করেছে পিয়ংইয়ং। আলজাজিরা।
জাপানের কোস্টগার্ড জানিয়েছে, রোববার দিবাগত মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত আট দিনের এই উউন্ডো শুরু করেছে উত্তর কোরিয়া। দেশটির কোরীয় উপদ্বীপ এবং ফিলিপাইনের লুজন দ্বীপের কাছে তিনটি সামুদ্রিক বিপজ্জনক অঞ্চলকে সতর্ক করা হয়েছে। সেখানে উপগ্রহ বহনকারী রকেটের ধ্বংসাবশেষ পড়তে পারে। পাঁচ বছরের মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের আগে স্যাটেলাইট প্রেরণের তথ্য জানাল উত্তর কোরিয়া।
জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, পিয়ংইয়ংয়ের এই ঘোষণার পর টেলিফোনযোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেছে টোকিও, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। তারা উত্তর কোরিয়াকে এই পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসঙ্ঘের প্রস্তাবের লঙ্ঘন।