পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে
- রাজশাহী ব্যুরো
- ২৭ মে ২০২৪, ০১:১০
রাজশাহী মহানগর প্রেস ক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজশাহীসহ সারা দেশে সাংবাদিকরা অব্যাহতভাবে নিগৃহীত, হয়রানি ও জুলুম-নিপীড়নের শিকার হচ্ছেন। সাংবাদিকদের মধ্যে অনৈক্যের কারণে জুলুম-নিপীড়নকারীরা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় চরম বিপর্যয় সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। গত শনিবার রাতে রাজশাহী নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, সব বিভেদ ভুলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত ও অধিকার আদায়সহ পেশাগত স্বার্থে দলমত নির্বিশেষে সব পক্ষের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।